|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময় |
|
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় |
১। উপজেলা কৃষি কর্মকর্তা ২। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO |
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় |
বাছাই সময়ঃ ২০-২৫ দিন মোট কার্যক্রমঃ ১-৬ মাস |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
আগ্রহী ও প্রগতিশীল চাষি এবং জমি নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান হয় এবং গুরুত্বপূর্ণ শর্ত ও সাবধানতা বিষয়ে জানানো হয়। প্রদর্শনী প্লট স্থাপন, মাঠ পরিদর্শন, পরামর্শ প্রদান, মনিটরিং, উপযুক্ত সময়ে রোগিং বা বাছাই করে মাঠ দিবস ও র্যালির আয়োজন করা হয় এবং উৎপাদিত বীজ/শস্য সংগ্রহ, গ্রেডিং ও সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পার্শ্ববর্তী প্রগতিশীল ও সাধারণ চাষিকে মানসম্মত বীজ উৎপাদনে ও ব্যবহারে উৎসাহিত করা ও পরামর্শ প্রদান করা হয়। অন্যান্য চাষিদের মাঝে বীজ বিক্রয়/বিনিয়োগের ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়।মধ্যবর্তী সময়ে বীজের মান যাচাই এবং পরবর্তী বছরে বীজ বপনের আগে বীজ শোধন (Seed treatment) নিশ্চিত করাসহ পরবর্তী বছর বীজ উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
প্রকৃত কৃষক হতে হবে
|
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজন নাই |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
বিনামূল্যে |
|||
সংশ্লিষ্ট আইন-কানুন/বিধি-বিধান/নীতিমালা |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল অনুযায়ী |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
উপ-পরিচালক |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
১। কৃষকদের বীজ উৎপাদনে অতিরিক্ত উৎপাদন ব্যয় ভার বহনে অনীহা ২। বীজ সংরক্ষনের জন্য প্রয়োজনীয় গুদাম/পাত্রের অভাব ৩। সংরক্ষিত বীজ খাবার হিসাবে ব্যবহার ৪। উৎপাদিত বীজ বিপণনে সমস্যা |
||
খ ) সরকারি পর্যায় |
১। বীজগুদাম ও সংরক্ষণাগারের অভাব ২। উৎপাদিত বীজ সরকারি প্রতিষ্ঠান কর্তৃক গ্রহণে অনীহা ৩। পরিবহন সুবিধা অপ্রতুল |
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস