বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর অন্যতম বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি। ১৯৫০ সালের শুরুর দিকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ১৯৬৫ খ্রি: থেকে এ কর্মসূচি সরকারিভাবে শুরু হয়। জনউর্বরতার হার কমানোকে গুরুত্ব দিয়ে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সরকার এক নম্বরে প্রাধান্য দেয়। উন্নয়নের অনেকগুলো পর্যায় অতিক্রমের মাধ্যমে পরিবার পরিকল্পনা কর্মসূচি বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। এর মধ্যে কর্মসূচির কৌশল, কাঠামো, বিষয় ও উদ্দেশ্য এর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি সংস্থা (এনজিও)-কে সম্পৃক্তকরণ ও জনসংখ্যা নীতি প্রণয়নের মাধ্যমে সেবা গ্রহীতাদের প্রজননস্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
অত্র ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী
১। তাহেরা বেগম F.W.A
২। মিনু রানী পাল F.W.A
৩। আয়শা বেগম F.W.A
৪। দিপালী রানী দে F.W.A
৫। মাসুদা খানম F.W.A
৬। আলী হায়দার F.P.I
৭। হাফেজা খানম F.W.V
৮। ডা: নুরুল আহছান চৌধুরী SACMO
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস