৭নং বামনী ইউনিয়ন
রায়পুর, লক্ষ্মীপুর।
খালঃ
পানি উন্নয়ন বোর্ডের পি-2 খাল। যার দৈঃ 4 কিঃ মিঃ, বামনী বড় বাড়ীর নিকট হইতে টেকে বেকে রায়পুর পিষ হ্যাচারীর পাশ দয়ে নদী পর্যন্ত বিস্তার করেছে। ২৫ টি সেচ পাম্প এই খালের সাথে সংযুক্ত রয়েছে। যার দ্বারা অত্র এলাকার ধান ও অন্যান্য ফসলাদীর সেচ কার্য সম্পাদন হয়ে থাকে।
নদীঃ
ডাকাতিয়া নদী। যাহা অত্র ইউনিয়নের একটি বিখ্যাত নদী হিসাবে পরিচিত। এই নদীর রয়েছে ইতিহাস ও ঐতিয্য। যাহা ১০ নং রায়পুর ইউনিয়নের প্রকাশ্য সোলাখালী ব্রীজ হইতে চরমোহনা ইউনিয়নের চরবিকন্সফিল্ড ও চরমোহাড়া গ্রামের নিকটবর্তী হয়ে ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের ষ্টীল ব্রীজ পর্যন্ত প্রায় ৫/৬ কিঃ মিঃ দৈর্ঘ। বর্তমানে নদীটি মৃত প্রায়। স্বাভাবিক স্রোত প্রবাহ আছে। এই নদীর কূলে প্রায় ৭০ টি সেচ পাম্প রয়েছে। যার দ্বারা অত্র ইউনিয়নের প্রধান কৃষি খাদ্য ধান সহ অন্যান্য ফসলাদির সেচ কাজ সম্পাদন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস