রায়পুর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান গত দিক থেকে চরমোহনা ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে।আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত লক্ষ্মীপুর, ঢাকার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা ইউনিয়নের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে ধারনা করা হচ্ছে।
যে সব সাংস্কৃতিক সংগঠন রয়েছে:
*এ্যাকুয়া সাংস্কৃতিক সংগঠন:
*নাগরিক পরিষদ
*সেঁজুতি ইন্সিটিউশন
ভাষা শিক্ষা জ্ঞান,শুদ্ধ উচ্চারন,আবৃত্তি,বৈশাখী মেলা,রবীন্দ্র জয়ন্তী,রচনা প্রতিযোগিতা,গান,পুথি পাঠ, নাটক,অভিনয়,জারি সারি পালা গান ইত্যদির আয়োজন করে আসছে এই সাংস্কৃকিত সংগঠন গুলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস